Account

Cart

Support:

01978992774

Habit PB71 এর বক্সের ভেতর রয়েছে 50000mAh  এর পাওয়ার ব্যাংক এবং একটি চার্জিং ক্যাবল। এর সাথে পাবেন 1 বছরের ওয়ারেন্টি। এই পাওয়ার ব্যাংকটি PD20w সাথে PD22.5w সাপোর্ট করছে। এই পাওয়ার ব্যাংকটি প্লাস্টিকের তৈরি উপরে এবং নিচে ম্যাট ফিনিশ দেওয়া। লেদারের টেক্সচার যুক্ত করা হয়েছে তাই দেখতে সুন্দর লাগে।

সামনের দিকে রয়েছে ছোট্ট একটি ডিসপ্লে যার মাধ্যমে আপনি ব্যাটারি লেভেল এবং পাওয়ার আউটপুট জানতে পারবেন। এর সাইডে রয়েছে পাওয়ার বাটন যার মাধ্যমে পাওয়ার ব্যাংকটি অন করা যায় এবং চেপে ধরে রাখলে ফ্ল্যাশ লাইট চলে। এর পেছনের সাইডে একটি বড় লাইট রয়েছে যেগুলো আপনি চাইলে পাওয়ার বাটনের মাধ্যমে জ্বালাতে পারেন। এর সাথে 3 টি চার্জিং ক্যাবল,  একটি USB C, একটি Micro USB এবং একটি Lightning Cable রয়েছে।

এটার ওজন প্রায় 1120 গ্রাম। এটার মধ্যে রয়েছে 4 টি USB Type A যার মধ্যে একটি USB 3.0  এবং বাকি তিনটি USB 2.0. এছাড়াও রয়েছে একটি USB Type C, একটি Micro USB এবং একটি Lightning Port।

তবে এটা বিল্ড কোয়ালিটি টা আরেকটু ভালো করার দরকার ছিল কারণ এটি অনেক ভারী একটি পাওয়ার ব্যাংক। এখানে আমরা পাচ্ছি 50000mAh কিন্তু আসল ক্যাপাসিটি তো পুরোপুরি হয় না তাই এটার আসল ক্যাপাসিটি প্রায় 35000mAh  এর মতন। আপনি যদি একটি 5000mAh এর ফোন চার্জ করতে চান তাহলে প্রায় 8 বার চার্জ করতে পারবেন।

এই পাওয়ার ব্যাংকটি 22.5w  এ চার্জ করতে পারে  এবং 20w এ নিজেও চার্জ হতে পারে। যেহেতু অনেক বড় ব্যাটারি তাই প্রায় 8-9  ঘন্টা সময় লাগে এটা ফুল চার্জ হতে। এই পাওয়ার ব্যাংকটি চার্জ হওয়ার সময় মোটামুটি একটু গরম হয় কিন্তু কোন ডিভাইস চার্জ করার সময় কোন রকমে গরম হয় না।

এটার প্রত্যেকটি  পোর্ট 22.5w আউটপুট দিতে পারেনা। এটার যে USB Type A 3.0 পোর্ট,  এর মাধ্যমে 22.5w এর আউটপুট পাওয়া যায়। বাকি তিনটি USB A 2.0 পোর্টগুলি আউটপুট দেয় 15w. এটার USB C  আউটপুট দেয় 22.5w আবার Micro USB এবং Lightning পোর্ট গোলা আউটপুট দেয় 15w.

এই পাওয়ার ব্যাংক এর দাম হল 5800  টাকা। সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। তবে এরকম বড় পাওয়ার ব্যাংক সবার প্রয়োজন হবে না।  এমন পাওয়ার ব্যাংক তারা কিনতে পারেন যাদের বাসায় বিদ্যুৎ সবসময় থাকে না অথবা আপনি ঘন ঘন বেড়াতে যান।  এদের জন্য এই পাওয়ার ব্যাংকটি সবচেয়ে ভালো হবে। 

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জন্য ধন্যবাদ!