Account

Cart

Support:

01978992774

আমরা যদি ফোনের জগতে চাই তাহলে আমাদের মাথায় তিনটি নাম আসে Apple, Samsung  এবং Chinese ফোন। এদের মধ্যে সবার মনে জায়গা করে নিয়েছে Nothing. Oneplus কোম্পানির একজন ফাউন্ডার এই কোম্পানিটি তৈরি করেছে। Nothing Phone 1 ছিল Nothing এর প্রথম স্মার্ট ফোন। তাই পরের বছর Nothing Phone 2 লঞ্চ করে Nothing।

Nothing Phone 1 এর মধ্যে অনেক জায়গায় কমতি ছিল। Nothing Phone 2 ওইসব জায়গায় এগিয়ে আছে।  আমরা বলতে পারি Nothing Phone 2,  Nothing Phone 1 এর সম্পূর্ণ ভার্সন।

Nothing Phone 2 এর বক্স কন্টেন্ট আগের মতো কিন্তু চার্জিং কেবিলটি নাথিং এর আইকনিক ডিজাইন দিয়ে তৈরি ট্রান্সফারেন্ট কেবল। ট্রান্সপারেন্ট ডিজাইনটি Nothing এর পরিচয় বহন করে।

হাত দূর থেকে দেখলে বোঝা যায় না কোনটা Nothing Phone 2 আর কোনটা Nothing Phone 1. কিন্তু হাতে নিলে বুঝা যায় Nothing Phone 2 সাইজে একটু বড়। এই ফোনে ব্যাক প্যানেল একটু কারভ হওয়াতে হাতে ধরে ভালো অনুভূতি হয় আগে তুলনায়। আগের থেকে একটু মোটা হয়েছে। এর ওজন এখন 201 গ্রাম। এরমধ্যে রয়েছে IP54 পানি এবং ধুলোবালি সুরক্ষা।

এবারে দেখার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর Glyph Lighting এর মধ্যে। এবার এর মধ্যে রয়েছে 11 টি লাইটিং স্ট্রিপ। আগের Nothing Phone 1 এর মধ্যে যেই Glyph Lighting টি দেওয়া হয়েছে তা বেশি কাজের ছিল না।  কিন্তু এখন Glyph Lighting খাওয়া হয়েছে তা তুলনামূলকভাবে বেশি  কাজের।

আপনারা মনে করতে পারেন এতগুলা লাইট জলে তাহলে এর ব্যাটারি ব্যাকআপ তো অনেক কম হওয়ার কথা। কিন্তু না,  এটা দিয়ে সবকিছু অন করে আপনি প্রায় 9-10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন।

এতে একদিন আপনার আরামে চলে যাবে। এতে রয়েছে 4700mAh এর ব্যাটারি এবং 45w  এর চার্জিং সাপোর্ট।

Nothing Phone 2 এরমধ্যে রয়েছে 6.7 ইঞ্চ এর 120hz OLED ডিসপ্লে। এটার ডিসপ্লে ভেজেল উপরে নিচে ডানে বামে সবদিকেই সিমিলার তাই দেখতেও সুন্দর লাগে। ভালো টাচ রেসপন্স এবং স্মুথ ডিসপ্লে মিলে ভালো  এক্সপেরিয়েন্স দিবে আপনাকে। ডিসপ্লের উজ্জ্বলতায়ও পরিবর্তন এসে হয়েছে 1600 Nits.

এটা স্পিকার কোয়ালিটি খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণে লাউড। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। পাশাপাশি রয়েছে ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা অনেক ফাস্ট কাজ করে। 

গত বছরের Nothing Phone 1 ছিল হাইএন্ড মিড রেঞ্জ স্মার্টফোন এবং Nothing Phone 2 একটি ফ্লাগশিপ ফোন। ফলে আমরা খুব স্মুথ এবং ফাস্ট পারফরম্যান্স পেয়েছি এই ফোন থেকে। আপনারা 8-12 GB  ram সহ 128-512 GB স্টোরেজের অপশন পাবেন।

সবশেষে পরিবর্তন এসেছে ক্যামেরায়। গতবারের মতোই ক্যামেরা সেটআপ কিন্তু পরিবর্তন এসেছে সেন্সরে। এতে আছে 50+50 MP এর ডুয়াল ক্যামেরা, এর সাথে Snapdragon 8+ Gen 1 ISP তো আছেই।

 

এটার প্রাইমারি মেইন ক্যামেরা মোটামুটি ভালো ছবি তুলতে পারে। কিন্তু ক্যামেরার ছবিতে ডায়নামিক রেঞ্জ কিছুটা কম ছিল এবং কালার গুলো কিছুটা ফ্ল্যাট দেখতে পাওয়া  যায়। Ultra Wide  ক্যামেরার ছবি  মেইন ক্যামেরার মতোই দেখতে পাওয়া যায়। এই ছবির ভিউ বেশি কিন্তু ছবির কোনাগুলো একটু টান টান মনে হয়।

কোন Telephoto  লেন্স না থাকায় Portrait ছবিগুলো মেইন ক্যামেরা দিয়ে তোলে। কোয়ালিটি মোটামুটি, এজ ডিটেকশন ভালো। সামনের ক্যামেরার ছবি তুলনামূলক ভালো উঠে। 

ভিডিও কোয়ালিটি এভারেজ, স্টেবিলাইজেশন মোটামুটি। ফ্লাগশিপ প্রসেসর থাকা সত্ত্বেও এই ক্যামেরা দিয়ে ফ্লাগশিপ এর মত ছবি অথবা ভিডিও পাওয়া যায় না। সামনের ক্যামেরার ভিডিও 1080p  তে সর্বোচ্চ করা যায়।

কিন্তু রাতের বেলা বেশ উজ্জ্বল ছবি পাওয়া যায় এবং ডিটেলসও মোটামুটি ধরে রাখতে পারে। ক্যামেরার মধ্যে এখন পিছিয়ে আছে শুধুমাত্র এর অপটিমাইজেশনের কারণে।  যদিও এসব সমস্যা সফটওয়্যার আপডেট দিয়ে সমাধান করা যেতে পারে। তবে আপনারা GCAM  ব্যবহার করে অনেক ভালো ছবি পেতে পারেন। 

অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এতে রয়েছে NOTHING OS 2.0. এই উপায়টা সিস্টেম এর আগের বার জানতে থেকে অনেকখানি চেঞ্জ এবং রিফাইন্ড। অপারেটিং সিস্টেমের দিক থেকে NOTHING অন্য সব কোম্পানি থেকে অনেকখানি এগিয়ে থাকবে। কোন রকমের সমস্যা বের হলে খুব দ্রুত এর আসে এবং সমস্যার সমাধান করে দেয়।

সবশেষে আপনি যদি একটি ব্যালেন্স স্মার্টফোন এক্সপেরিয়েন্স চান তাহলে এই ফোনটি আপনার জন্য। এই দামে Samsung S23  ও পাওয়া যাচ্ছে যেটা Nothing Phone 2  থেকে সব দিকে এগিয়ে।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জন্য ধন্যবাদ!