Samsung Galaxy S23FE Review: ফ্যানদের জন্য তৈরি করা ফোন
Samsung Galaxy S23FE এর FE মানে হলো Fan Addition. Samsung এর Fan Addition এই স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা ছিল অনেক। Samsung Galaxy S21 FE এসেছিল, এরপরে কোন S22 FE আসেনি। সরাসরি S23 FE এসেছে।গত Fan Addition লেবেল এর সাথে এ বারের Fan addition সাথে কোনও লেবেলে মিল রাখতে পারেনি।
ওই ফোনটি প্রথমে আপনি হাতে নেয়ার পর মনে হবে এই ফোনটি এত বড় কেন কারণ এটার সাইজ অনেক বড় এবং অনেক মোটা। এর বডি ফ্রেম মেটালের তৈরি এবং পেছনে গ্লাস রয়েছে। কিন্তু এত মোটা ফোন হওয়া সত্বেও এর মধ্যে নাই কোন হেডফোন জ্যাক। এর মধ্যে ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটার পজিশনও মোটামুটি ঠিকঠাক।
ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। এতে রয়েছে 6.4 ইঞ্চ এর Dynamic Amoled 2X ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120hz, রয়েছে HDR10+ এর সাপোর্ট। এটা ডিসপ্লেটি 1400 Nits পর্যন্ত উজ্জ্বল হতে পারে। সরাসরি সূর্যের আলো এর নিচে ভালো হবে দেখা যায় এবং এটা টাচ রেসপন্স ও খুবই ভালো। রেজিস্টার কালারও যথেষ্ট ভালো। কিন্তু সবকিছু ভালো হলেও ভালো না এটার ডিসপ্লের নিচের চীন। এটার ডিসপ্লের নিচে রয়েছে অনেক মোটা একটি চীন যা এই দামের অন্য স্মার্টফোনের সাথে কোন রকমে মিল রাখে না।
মানুষ সাধারণত Fan Addition এর ফোনগুলো নিত ফ্লাগশিপ ফোনের সুবিধা গুলো একটি তুলনামূলক কম দামের ফোনে উপভোগ করার জন্য। এটার মধ্যেও একটি মোটামুটি ভালো মানের প্রসেসর দেওয়া আছে যা হল Samsung এর নিজস্ব প্রসেসর, Exynos 2200. এই প্রসেসরটি মূলত এশিয়া মহাদেশের দেশগুলোর জন্য, বাকি আমেরিকার জন্য Snapdragon এর 8 Gen 1 প্রসেসরটির সাথে লঞ্চ করা হয়েছে। এই দুইটি প্রসেসরী সাধারণত খুব ভালো গরম হয়।
এর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ONE UI 5.1 যা Android 13 এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে 4 বছরের এন্ড্রয়েড আপডেট পাবেন। এই অপারেটিং সিস্টেমের অপটিমাইজেশন খুব ভালো এজন্য আমরা এর মধ্যে কোন ধরনের লেগ দেখতে পাইনি। এই অফারেটিং সিস্টেমের রেম ম্যানেজমেন্ট ও খুব ভালো। এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েডের সবচেয়ে ভালো অপারেটিং সিস্টেম এটি।
আমরা এটাকে নিয়ে গরমের মধ্যে ছবি তোলার সময় লক্ষ্য করেছি যে এটা খুব ভালো হিট জেনারেট করে এবং ব্যাটারি ব্যাকআপ কমিয়ে দেয়। গেম খেলার বেলায়ও মোটামুটি সেম একটি অবস্থা দেখা দিয়েছে। আপনি যদি এটা দিয়ে গেম খেলতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। এই বাজেটের মধ্যেও মার্কেটে অনেক ফোন রয়েছে গেমিং এর মধ্যে আপনাকে এটার থেকে অনেক ভালো পারফরম্যান্স দিবে।
আমরা জানি FE ফোনগুলোর ক্যামেরা খুব ভালো হয়। এর মধ্যে রয়েছে 50MP এর একটি OIS ক্যামেরা, 12MP এর UltraWide ক্যামেরা, 8MP এর একটি Telephoto ক্যামেরা। সামনের ক্যামেরাটি হল 10MP এর। এই ফোনের ছবির কোয়ালিটি খুব ভালো। কিন্তু এই ফোনটির দাম অনুযায়ী এটার ক্যামেরা পারফরম্যান্স আরেকটু ভালো হতে পারতো। এই ফোনটির ছবি গুলোর মধ্যে আমরা Samsung এর যে নিজস্ব কালার টোন রয়েছে তা দেখতে পারবো যা বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে। কম লাইটে ছবিগুলো কিছুটা সফ্ট হয়ে যায় কিন্তু নাইট মোড অন করে নিলে ঠিকঠাক ছবি পাওয়া যায়। পোট্রেট মোডটি সবার কাছে ভালো লাগবে কারণ এটার মধ্যে Telephoto ক্যামেরা রয়েছে। UltraWide ক্যামেরার ছবিগুলো যথেষ্ট ভালো এসেছে। এই ক্যামেরাটি যদি ঠিকঠাক আলো পায় তাহলে নিতে পারে।
এই স্মার্ট ফোন দিয়ে সর্বোচ্চ 8K 24FPS এর ভিডিও করা যায়। আমরা 4K ভিডিও করে দেখেছি, ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং স্টেবিলিটি ও ভালো ছিল। আপনি সামনের এবং পিছনে উভয় পাশে ক্যামেরা দিয়েই 4K 60FPS এর ভিডিও করতে পারবেন।
ফোনটিতে রয়েছে Stereo Speaker. দুটি স্পিকার এই কাছাকাছি সাউন্ড আউটপুট দিতে পারে। Bass এবং ক্লিয়ারিটি ভালো ছিল। Earpiece এর কোয়ালিটি ও ভালো ছিল। এই স্মার্টফোনটি যতখানি মোটা থেকে বলা যায় যে এটার মধ্যে খুব বড়সড়ো একটি ব্যাটারি রয়েছে। কিন্তু না, এই স্মার্টফোন দিতে রয়েছে 4500mAh এর ব্যাটারি। এটা 25W এর চার্জিং সাপোর্ট করে কিন্তু আপনারা বক্সে চার্জার পাবেন না।
এই স্মার্টফোনটিতে অনেক কমতি রয়েছে। এই দামের মধ্যে আপনি যদি একটি ভালো স্মার্টফোন খোঁজেন তাহলে আপনি এটারই বড় ভাই Samsung Galaxy S23 এর দিকে যেতে পারেন। তবে এই স্মার্টফোনটির যদি দাম কমে যায় তাহলে এটা খুব ভালো একটি পছন্দ হতে পারে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জন্য ধন্যবাদ!