Samsung S23 Ultra Review: সেরা অ্যান্ড্রয়েড ফোন
Samsung Galaxy S23 Ultra Samsung এর এই বছরের ফ্লাগশিপ ফোন। Samsung S22 Ultra থেকে এটার খুব বেশি পার্থক্য নেই। এই ফোনটি Samsung S22 Ultra এর একটি মার্জিত করা ভার্সন।
Samsung S23 Ultra এর বডি ফ্রেম এবার ফ্ল্যাট করে দিয়েছে। এজন্য হাতে দ্বীপটা একটু বেশি পাওয়া যায়। তবে Samsung S22 Ultra থেকে বেশ মোটা লাগে এই ফোনটি। ক্যামেরা লেন্সের ক্লাস থেকে বডি প্রেমটা সামান্য উঁচু হওয়ার কারণে এটা টেবিলে রাখতে সমস্যা হয় না। এটি খুব বড় একটি ফোন তাই সবাই বলে যে এই ফোনটি কিভাবে ব্যবহার করব। এই ফোনটির লম্বা হওয়ার কারণে এত বেশি সমস্যা হয় না।
Samsung S23 Ultra এরমধ্যে Samsung S22 Ultra আল্ট্রা এর সেম ডিসপ্লে দিয়েছে হালকা পাতলা কিছু জায়গায় আপডেট এনেছে। আগের তুলনায় সাইডের বাঁকানো টি অনেক কমিয়ে দিয়েছে। এই ডিসপ্লেটি নিয়ে আপনি কোন রকমের কমপ্লেন করতে পারবেন না। খুবই ভালো এবং টপ কোয়ালিটি ডিসপ্লে লাগানো আছে এই ফোনে। তবে সাবধানে ব্যবহার করাই উত্তম কারণ এখন বেশিরভাগ ফোনের মধ্যেই বিশেষ করে Amoled এ Green Line এর সমস্যা দেখা দিচ্ছে।
ব্যাটারি সেকশনে লেটেস্ট iPhone গুলার সবচেয়ে ভালো পারফর্ম করতে পারত। Samsung S22 Ultra এর ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো ছিল না। কিন্তু Samsung S23 Ultra এর ব্যাটারি S22 Ultra থেকে দুই ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। Samsung S23 Ultra এর সকল কোম্পানেন্ট যেমন ডিসপ্লে, প্রসেসর, অপারেটিং সিস্টেম এতটাই কম পাওয়ারে চলে যে S22 Ultra এর মত ব্যাটারি থাকা সত্বেও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। মোবাইল ডাটা অন রেখে মোটামুটি হেভি ইউজ করে 9 ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ফোনে।
সফটওয়্যারের দিক থেকে Samsung S23 Ultra খুবই শক্তিশালী কারণ এর মধ্যে রয়েছে OneUi 5.1 যা Android 13 এর উপর ভিত্তি করে বানানো। যারা iOS থেকে অ্যান্ড্রয়েডে আসতে চান তাদের জন্য এই অটোইটিং সিস্টেমটি সবচেয়ে ভালো হবে।
এই পাশাপাশি আরেকটা জিনিস যেটা অন্য কোন ফোনে পাচ্ছেন না তা হলো S Pen. এটার মাধ্যমে আপনি অনেক এক্সট্রা কাজ করতে পারবেন যা অন্য কোন ফোনে সম্ভব না। এটাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এটার মাধ্যমে অনেক কাজ করতে পারবেন যা অন্য কোন ফোনে করা যায় না।
Samsung S23 Ultra এর কোন ভেরিয়েন্টের মধ্যেই Exynos এর প্রসেসর নেই। সব ফোনেই Snapdragon 8 Gen2 দেয়া হয়েছে। তবে এটা কোন সাধারণ Snapdragon 8 Gen2 নয়, এটা Samsung S23 Ultra এর জন্য স্পেশালি বানানো হয়েছে। এর সাথে রয়েছে UFS 4.0 স্টোরেজ টাইপ। এসব মিলে এই ফোনটিকে একটি দুর্দান্ত ফাস্ট ফোন করে তুলেছে।
ক্যামেরার কথা বলতে গেলে সবাই Samsung এর ফ্লাগশিপ কোন গুলোর সাথে iPhone এর তুলনা দেয়। আমরা সবাই জানি iPhone এর ভিডিও কোয়ালিটি সবচেয়ে ভালো এটার আশেপাশেও কোন ফোন আসতে পারে না। তবে Samsung S23 Ultra এটা প্রায় আইফোনের কাছাকাছি চলে এসেছে। ক্যামেরার মধ্যে ভিডিও চলাকালীন সময়ে ক্যামেরার লেন্স পরিবর্তন এর সময় যেই লেগ টি সব এন্ড্রয়েড ফোনে লক্ষ্য করা যায় তা এই ফোনে অনেক কম। এটার মধ্যে 8K 30 FPS এ ভিডিও করার ক্ষমতা রয়েছে।
এবারে ছবির কোয়ালিটি অনেক বেশি প্রসেস করা। নতুন ক্যামেরা সেন্সর এবং নতুন চিপসেট এর কারণে ছবি প্রসেসিং এর প্যাটার্ন টাই বদলে গেছে। Samsung S22 Ultra ন্যাচারাল প্যাটার্নের ছবি তুলত কিন্তু এটা প্রসেসড করা ছবি তুলে। এই ফোনে বাকি ক্যামেরা সেন্সর গুলাও অনেক কাজের। একটি ফ্লাগশিপ ফোনের ক্যামেরা ফ্লাগশিপ হবে এটাই আশা করা যায়।
রাতের বেলা ছবি তুললে আপনি যখন নরমাল মুডে ছবি তুলবেন এবং নাইট মুডে ছবি তুলবেন তাহলে আকাশ-পাতাল পার্থক্য দেখতে পাবেন। তার নাইট মোডের ছবি অনেক সুন্দর এবং ক্লিয়ার আসে তাই বলা যায় এই ফোনটি ক্যামেরার দিক থেকে কোন দিকে কম নয়।
এই ফোনটি কিনবেন নাকি কিনবেন না এর মধ্যে কোন কনফিউশনের প্রশ্ন নেই। আপনার যদি Android এর মধ্যে সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো ফোন দরকার হয় তাহলে এই ফোনটি আপনার একমাত্র চয়েজ।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জন্য ধন্যবাদ!